ফ্রী ফায়ার আনবেন কবে হবে বাংলাদেশ সার্ভার এ ?
আপনারা তো জানেন ফ্রী ফায়ার হচ্ছে অনলাইন গেমিং প্লাটফর্ম। আর আমরা সবাই ফ্রি সময়ে সেখানে গেম খেলি। আবার ফ্রী ফায়ার এ অনেক ধরনের প্লেয়ার আছে যারা গেমিং কনটেন্ট ক্রিয়েটর, বা তাদেরকে আমরা ই-স্পোর্টস প্লেয়ার বলে থাকি।
তো ফ্রী ফায়ার অনেক পুরাতন একটা গেম এই গেমটা ২০১৭ সালে রিলিজ করেছিল গেরিনা নামে একটি কোম্পানি আর এইটা রিলিজ করেছিল সিঙ্গাপুর থেকে। আর সেই সময় থেকেই আমরা সবাই ফ্রী ফায়ার গেম খেলে আসতেছি।
ফ্রী ফায়ার বাংলাদেশ থেকে ব্যান হলো কি কারনে?
ফ্রী ফায়ার গেমস শিশু কিশোর বা কম বয়সী ছেলে মেয়েরা অতিরিক্ত খেলার কারণে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, থেকে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে ফ্রী ফায়ার বা, আরো এই ধরনের অনেকগুলো অনলাইন গেমস ও অ্যাপস ব্যান করে দিয়েছিল। যেমন ফ্রী ফায়ার, পাবজি মোবাইল, টিক টক, আরো অনেক গেমস ও অ্যাপস বাংলাদেশ থেকে ব্যান করে দেয়া হয়েছিল। তারপর আবার আনবেন ও করে দিয়েছিল। গেম আনবেন করার কিছুদিন পরেই আবার ও ফ্রী ফায়ার বাংলাদেশ সার্ভার এ ব্যান করে দিয়েছে। কিন্তু আমরা যারা মোবাইল ডাটা দিয়ে গেম খেলি তাদের ভিপিএন এর মাধ্যমে গেম খেলতে হয় এতে আমাদের সবার নেটওয়ার্ক পিংক খারাপ হয়ে যায়, ভিপিএন ব্যবহার করলে নেটওয়ার্কের পিংক খারাপ এর জন্য আমরা ভালো করে খেলতে পারি না, আবার ফোনের ডাটার মাধ্যমে ও আমরা গেমের ভিতরে প্রবেশ করতে পারি না
আবার যারা ওয়াইফাই এর মাধ্যমে ফ্রী ফায়ার গেম খেলে তাদের কোন ধরনের ভিপিএন লাগেনা কারণ ওয়াইফাই ইউজ করলে কোন ধরনের নেটওয়ার্ক এর সমস্যা হয় না।
তো বাংলাদেশ থেকে ফ্রী ফায়ার গেম আনবেন করার জন্য কি করতে হবে?
বাংলাদেশ থেকে ফ্রী ফায়ার গেম আনবেন করার জন্য আমাদের সবার কাছে একটি মাধ্যম আছে সেইটা নিচে দেওয়া হল
আপনি যদি ফোনের মাধ্যমে ফ্রি ফায়ার খেলে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রী ফায়ার ডাউনলোড করেছেন, তো গুগল প্লে স্টোর টা ওপেন করুন তারপর ফ্রী ফায়ার লিখে সার্চ দিন এবং ফ্রি ফায়ার লেখাটির উপর ক্লিক করুন তারপর রিভিউ অপশনে যান এবং আপনার যে ধরনের সমস্যা হইতেছে তা গুগল ট্রান্সলেট এর মাধ্যমে ইংলিশ করে পোস্ট করুন, আপনারা সবাই বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার গেম আনবেন করার জন্য বলবেন।
আমি যে ধরনের পোস্ট করেছি তার একটি ছবি আপলোড করলাম
আপনারা চাইলে আমার মতো করে একইভাবে ফ্রী ফায়ার কমিউনিটিকে জানাতে পারেন, যত বেশি গেম আনবেন করার জন্য পোস্ট করবেন ততো তাড়াতাড়ি গেম আনবেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তো ফ্রী ফায়ার থেকে এখন পর্যন্ত কোন আপডেট আসে নাই যে কবে বাংলাদেশ সার্ভার থেকে গেম আনবেন করা হবে। যদি গেম আনবেন সম্পর্কে কোনো তথ্য পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো।