ফ্রী ফায়ার হেড শট সেটিং 2024
ফ্রী ফায়ার এ হেড শট মারার জন্য আমাদের অনেক বেশি গেম খেলতে হবে এবং গেম খেলার পাশাপাশি হেট শট মারার চেষ্টা ও করতে হবে। সাধারণ ভাবে যদি আমরা প্রথম ফ্রী ফায়ার গেম খেলি বা আমরা ফ্রি ফায়ার গেম এর নতুন প্লেয়ার হয়ে থাকি তবে আমাদের প্রথম কাজ হইতেছে গেমের সেটিং ঠিক করা।
তো গেমের সেটিং ঠিক করার জন্য প্রথমে আমাদের গেমের ভিতরে প্রবেশ করতে হবে এবং সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে কন্টোল নামে একটা অপশন আসবে কন্টোল অপশনে ক্লিক করে আপনার মত করে আপনি কন্টোল সেটিং টা ঠিক করে নিন।
আপনার কন্টোল সেটিং ঠিক করা হলে সেভ করে দিয়ে গেমের লবিতে চলে যান।গেমের লবিতে আসার পর ট্রেনিং গাউন্ড সিলেট করে ট্রেনিং গাউন্ড ম্যাচ এর ভিতরে প্রবেশ করুন। তারপর আবার সেটিং অপশনে ক্লিক করুন, এবং সেনসিভিটি নামে যে লেখাটা আছে ওই লেখাটার উপর ক্লিক করুন। সেনসিভিটি তে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে এবং সবগুলো অপশন ২০০ করে দেওয়া আছে তো এইগুলো সেনসিভিটি অপশন আমাদের নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে।
তো সেনসিভিটি তে যতগুলো অপশন আছে এবং সেগুলোর কি কাজ নিচে তার একটি বর্ণনা দেওয়া হলো
১/ জেনারেল : তো জেনারেলের কাজ হইতাছে মুভমেন্ট আস্তে এবং জোরে করানো আপনি যদি আপনার গেমের মুভমেন্ট আস্তে করে খেলতে চান তাহলে জেনারেল ০ বা ১০ করে দিয়ে খেলতে পারবেন,আবার আপনার গেমের মুভমেন্ট যদি আপনি বেশি করে দিয়ে খেলতে চান আপনি নিজের মতো করে কাস্টমার করে নিয়ে খেলতে পারবেন।
২/রেট ডট : তো রেট ডট হইতাছে আমরা ফ্রী ফায়ার গেম খেলার সময় আমাদের হাতে ফ্রী ফায়ার গেম এর যে অস্ত্র থাকে আর ওই ফ্রী ফায়ার গেম এর অস্ত্র টার স্কপ সেটিং করা কে রেট ডট বলে। তো রেট ডট টা আপনারা আপনাদের মনের মত করে বসিয়ে নেবেন।
৩/ টু এক্স স্কুপ : তো টু এক্স স্কুপ এর কাজ হইতেছে আমরা যদি টু এক্স স্কুপ এর সেনসিভিটি সেটিংটা ০ বা ১২ করে দিয়ে টু এক্স স্কুপ দিয়ে গেমের ভিতরে গিয়ে চেক করি তাইলে অনেক আসতে স্কুপ হবে আবার আমরা এক-ই ভাবে টু এক্স স্কুপ তাড়াতাড়ি ঘোরানোর জন্য নিজের মতো করে ফ্রী ফায়ার গেম এর স্কুপ সেটিং করতে পারব।
৪/ ফোর এক্স স্কুপ : তো ফোর এক্স স্কুপ এর কাজ আর টু এক্স স্কুপ এর এক-ই কাজ। এই দুইটাই স্কুপ এর মুভমেন্ট এর কাজে লাগে।
৫/ স্নাইপার স্কুপ : তো স্নাইপার স্কুপ এর কাজ হইতেছে আমরা যেমন ওপরে দেখে আসলাম ফোর এক্স স্কুপ এর কাজ হইতাছে মুভমেন্ট এর কাজে লাগে তেমনি স্নাইপার স্কুপ ও এক-ই ভাবে স্কুপ এর মুভমেন্ট এর কাজে ব্যবহার করা হয় তো এটাও আপনারা আপনাদের নিজের মতো করে কাস্টমার করে নেবেন।
৬/ ফ্রী লুক : তো ফ্রী লুক এর কাজ হইতাছে আমরা গেমের ভিতরে দৌড়ানোর সময় চোখের মতো আইকন এর ওপর ক্লিক করলে আমরা সাইডে বা পেছনের যে ভিউটা দেখতে পারি তাকেই ফ্রী লুক বলে। আমরা যদি ফ্রী লুক এর সেনসিভিটি ০ বা ১০ করে দিয়ে গেম খেলতে থাকি তাহলে আমরা সাইডে বা পেছনের ভিউ টা তেমনভাবে দেখতে পাবো না, আবার আমরা যদি ফ্রী লুক এর সেনসিভিটি বাড়িয়ে দিয়ে গেম খেলি তাহলে আমরা খুব সহজেই সাইডে ও পেছনের ভিউটা খুব তাড়াতাড়ি ও সুন্দর ভাবে দেখতে পাবো আমার মতে ফ্রী লুক এর সেনসিভিটি বাড়িয়ে দিয়ে গেম খেলাই ভালো হবে তো ফ্রী লুক টা আপনারা সবাই বাড়িয়ে দিয়ে খেলবেন।
তো সবগুলার সেনসিভিটি সেটিং ঠিক করা হয়ে গেলে এইখান থেকে ব্যাগ দিয়ে ট্রেনিং গাউন্ড এ টেস্ট করুন যদি আপনাদের হেড শট ভালো লাগে তাহলে এভাবেই রেখে দিন আর যদি হেট শট কম লাগে তাহলে আবার সেটিং অপশনে যান এবং সেনসিভিটি অপশনে গিয়ে আবারো কাস্টমাইজ করুন এবং ব্যাগ দিয়ে আবার ও ট্রেনিং গ্রাউন্ডে এ গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা করুন। এবং যতটুকু সম্ভব আপনার এম টা এনিমির গলা বরাবর রাখুন এবং ড্রাগ করে খেলুন এভাবেই কিছুক্ষণ চেষ্টা করার মাধ্যমে আপনি প্রো প্লেয়ার হতে পারবেন।