টেলিগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবো?
টেলিগ্রাম থেকে আয় ২০২৪,টেলিগ্রাম থেকে টাকা আয় করবেন যেভাবে
টেলিগ্রাম অ্যাপস এর মাধ্যমে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে, আমার এই কথাটা ইউটিউবে অনেকের ভিডিওতে দেখেছেন এবং শুনেছেন আসলে কথাটা কি সত্য, হ্যাঁ কথাটা অবশ্যই সত্য। তো চলুন কিভাবে আপনারা ও টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন সেই বিষয়টা বলে ফেলি। টেলিগ্রাম থেকে ইনকাম করার আগে আমাদের অবশ্যই জানতে হবে টেলিগ্রাম কি এবং এটা কোন কাজে ব্যবহার করা হয়, এবং কিভাবে ইনকাম করা যায়।
টেলিগ্রাম অ্যাপস এর ছবি
টেলিগ্রাম হল একটি মেসেজ করার অ্যাপ্লিকেশন যেমন আমরা মেসেঞ্জার whatsapp ইমো ব্যবহার করে থাকি ঠিক তেমন-ই টেলিগ্রাম ও হচ্ছে মেসেজ করার অ্যাপ্লিকেশন। কিন্তু টেলিগ্রামে আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন যেমন, আপনি চাইলে টেলিগ্রামে একটা চ্যানেল ও গ্রুপ খুলতে এবং সেখানে সাবস্ক্রাইবার ও মেম্বার এড করতে পারবেন আবার আপনি যে কাউকে মেসেজ ও করতে পারবেন।
টেলিগ্রাম এ আপনি যেকোনো ধরনের লিংক ও শেয়ার করতে পারবেন। এবং টেলিগ্রাম এ আপনি অনেক বড় ফাইল আপলোড করতে পারবেন এবং সেই ফাইলটা আপনাদের বন্ধুদের কাছে ফরওয়ার্ড করতে পারবেন। মেসেঞ্জার ও whatsapp এ বেশি বড় ফাইল আপলোড করা যায় না টেলিগ্রামে বড় ধরনের ফাইল আপলোড করা যায়।
টেলিগ্রাম চ্যানেল কি এবং টেলিগ্রাম চ্যানেল কোন কাজে ব্যবহার করা হয়
আপনারা অনেক সময় দেখতে পাবেন অনেক ইউটিউবার আছে যারা টেলিগ্রামে তাদের সাবস্ক্রাইবার দের এড করে কারণ সকল কাজের আপডেট এবং ইনফরমেশন তারা তাদের চ্যানেলে পোস্ট করে।তো টেলিগ্রাম চ্যানেলের কাজ হইতেছে যে কোনো তথ্য সাবস্ক্রাইবার দের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া বা পোস্ট করা।
টেলিগ্রাম গ্রুপ কি এবং টেলিগ্রাম গ্রুপ কোন কাজে ব্যবহার করা হয়
টেলিগ্রাম গ্রুপ হইতেছে আমরা যেমন whatsapp গ্রুপ বা মেসেঞ্জারে গ্রুপ বানাই ঠিক একইভাবে আমরা টেলিগ্রামে এ ও গ্রুপ বানাই। টেলিগ্রাম গ্রুপের কাজ হইতেছে আমরা যেমন whatsapp গ্রুপে মেসেজ করি বা মেসেঞ্জার গ্রুপে মেসেজ করি ঠিক একইভাবে টেলিগ্রাম গ্রুপেও ও আমাদের মেম্বাররা মেসেজ করতে পারে। আশা করি টেলিগ্রাম সম্পর্কে আপনার একটি ধারনা চলে এসেছে যে টেলিগ্রাম কেমন করে ব্যবহার করতে হয়।
টেলিগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবো
তো টেলিগ্রাম থেকে ইনকাম করার প্রসেস
টেলিগ্রামে অনেক ধরনের অটোমেটিক সিস্টেম বট ক্রিয়েট করা যায়। মূলত ইউরোপিয়ান কান্ট্রি সহ বিশ্বের যেগুলো কোম্পানি প্রচার প্রচারণা ছড়াতে চায় তারা টেলিগ্রাম বটের মাধ্যমে ইউজার নেওয়ার জন্য কিছু বোনাস দিয়ে থাকে ফ্রিতে। যেটাকে আমরা বলে থাকি ইয়ার ড্রপ। এখানে আপনার সাহায্যে আপনার বানানো লিংকে ক্লিক করে কেউ যদি একাউন্ট বানায় তাহলে আপনি কিছু বোনাস পাবেন এবং যে অ্যাকাউন্ট বানিয়েছে সেও কিছু বোনাস পাবে। আর এই বোনাসটা পাবেন crypto currency বা টোকেনের মাধ্যমে। আর এই crypto currency বা টোকেনকে কনভার্ট করে টাকা তে পরিবর্তন করতে হবে।
বর্তমান ২০২৪ সালে টেলিগ্রাম থেকে নতুন একটি আপডেট এসেছে এবং এই আপডেটের মাধ্যমে আমরা যেমন ইউটিউব ফেসবুক থেকে এড এর মাধ্যমে টাকা ইনকাম করে থাকি ঠিক তেমন-ই একই ভাবে টেলিগ্রাম থেকে ও মনিটাইজ নামে নতুন একটি অপশন অ্যাড করে দিয়েছে টেলিগ্রাম
টেলিগ্রাম মনিটাইজ অপশন কিভাবে কাজ করে
তো টেলিগ্রাম মনিটাইজ অপশন চালু করার জন্য প্রথমে আপনার একটি টেলিগ্রাম একাউন্ট খুলতে হবে টেলিগ্রাম একাউন্ট খোলা হয়ে গেলে, টেলিগ্রামে নতুন একটি চ্যানেল খুলতে হবে নতুন চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলে দুই হাজার বা তিন হাজার সাবস্ক্রাইবার সংগ্রহ করতে হবে বা আপনার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার এড করতে হবে। আর আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি ইতিমধ্যই দুই হাজার কি তিন হাজার সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে অটোমেটিক মনিটাইজ নামে একটি লেখা দেখতে পাবেন।
টেলিগ্রাম অ্যাড এর মাধ্যমে কিভাবে টাকা দেবে
আপনার টেলিগ্রাম চ্যানেল এ আপনি পোস্ট করবেন আর আপনার পোষ্টের নিচে টেলিগ্রাম থেকে অটোমেটিক একটি এড দেখাবে আর ওই অ্যাডে যদি আপনার কোন সাবস্ক্রাইবার ভিজিট করে বা ভিউ করে জয়েন হয় তাহলে ওখান থেকে আপনি কিছু টন বোনাস পাবেন।
এভাবেই আপনি টেলিগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।