ফেসবুক কপিরাইট ফ্রি মিউজিক কোথায় থেকে পাবো, ফেসবুক কপিরাইট ফ্রি মিউজিক, কিভাবে ফেসবুকে নন কপিরাইট মিউজিক পাওয়া যায়?
এই মুহূর্তে ফেসবুক কনটেন্ট কিয়েটর দের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া। একটা সময় ছিল যখন আমরা শুধু ইউটিউবের জন্য কনটেন্ট বানাতাম কিন্তু বর্তমানে আমরা সবাই এখন ফেসবুকে ও কনটেন্ট তৈরি করছি।
আর আমরা যদি ইউটিউবের কনটেন্ট এর মিউজিক ফেসবুকে ব্যবহার করি তাহলে কপিরাইট আসতেছে। এটা অনেক বড় ধরনের সমস্যা আর আজকে এই সমস্যা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা সবাই কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকে ব্যবহার করবো।
কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য আমরা সব থেকে বেশি সমস্যায় পড়ি ফেসবুকের ক্ষেত্রে কারন আমরা যে কোন জায়গা থেকে মিউজিক নিয়ে কনটেন্ট বানালে আমাদের ভিডিও তে কপিরাইট আসে। কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেখান থেকে মিউজিক নিলে ফেসবুকের ভিডিওতে কোন কপিরাইট আসবে না।
তো ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে তারপর কোন ব্রাউজারের ডেক্সটপ অপশনটা চালু করে দিতে হবে এবং ক্রোম ব্রাউজারে আমাদের ফেসবুক একাউন্ট টি লগইন করতে হবে।
তারপর গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Facebook audio library লিখে সার্চ দিতে হবে।
তারপর প্রথম যে লিংক টা আসবে সেটাতে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর এখানে দেখুন অনেকগুলো মিউজিক আছে এখান থেকে আপনি যত খুশি মিউজিক ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক একাউন্টে যেকোনো ভিডিও তে মিউজিক এড করে ইউজ করতে পারবেন।
তো এখান থেকে মিউজিক ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের ডাউনলোডের যে অপশন আছে সেটাতে ক্লিক করতে হবে তারপর অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এই মিউজিক টা ডাউনলোড করা হয়ে গেলে এইখানে যে i নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করার পরে ঠিক এমন ভাবে একটি অপশন আসবে
সেইখান থেকে কপি এক্টিভিশন সিলেট করে নিয়ে আপনি যে পোস্ট করবেন সেই পোষ্টের নিচে পেস্ট করে দিতে হবে। আপনি যদি কপি অ্যাক্টিভেশন না করে বা আপনার পোষ্টের নিচে সেই মিউজিকের ইনফরমেশন না দেন তাহলে আপনার ভিডিওতে আবার কপিরাইট ক্লিম আসবে। তো অবশ্যই কপি এক্টিভেশন নামে যে অপশনটা আছে ওইখান থেকে সব ইনফরমেশন কপি করে আপনি যে পোস্ট করবেন সেই পোস্টের নিচে পেস্ট করে দেবেন । এভাবেই আপনি ফেসবুক এর জন্য কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন।